বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপনের বাড়িতে সন্ত্রাসীদের হামলা ভাংচুর

বরিশালে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের বাসায় দলীয় সভা চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীরা
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে গাড়িচাপায় আলাউদ্দিন শেখ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে ধামরাইয়ের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন শেখ রাজবাড়ি জেলার কালুখালি থানার গরিয়ানা এলাকার আমিন শেখের ছেলে।
পুলিশ জানায়, রাজবাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকা ফেরার সময় কচমচ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা গাড়িটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ল আরোহী আলাউদ্দিন শেখ ঘটনাস্থলে নিহত হয়।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ীটি আটক করার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।