Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রকে শাসন করবে চীন : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১২:১১ এএম

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে চীন শাসন করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সাংবাদিকদের এমনটি বলেন তিনি। ট্রাম্প বলেন, ঝিমিয়ে পড়া জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে চীন খুব খুশি হবে। যদি জো বাইডেন জয়ী হয় তাহলে চীন যুক্তরাষ্ট্রকে শাসন করবে। ইরানও চায় আমি নির্বাচনে পরাজিত হই। পুনরায় নির্বাচিত হলে উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র চুক্তি করবে বলে এ সময় আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রভাবশালী নিউজ অ্যাজেন্সি তাস-এর খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টির বিরুদ্ধে রাশিয়া ও চীন। দেশ দুটি চায়, প্রসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে যাক। ট্রাম্প এ ব্যাপারে বলেছেন, রাশিয়া চায়- ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষ করুক। কারণ, রাশিয়ার ব্যাপারে কড়া অবস্থান তার চেয়ে আর কেউ নেয়নি। তিনি মনে করেন, চীন ও ইরান তার ব্যাপারে একই মনোভাব পোষণ করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করছে, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচনে নামার ব্যাপারে ট্রাম্পকে অবজ্ঞা করছে রাশিয়া। চীন ও ইরান একই অবস্থানে রয়েছে। তিন দেশের কেউই চায় না যে, ট্রাম্প আবারো নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করুক। এদিকে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতিয়ে দিতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। তবে কয়েক বছরেও সে ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। যদিও ট্রাম্প বারবার নিজেকে নির্দোষ দাবি করে নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দিয়েছেন। অভিযোগের বিষয় রাশিয়ার পক্ষ থেকেও নাকচ করা হয়েছে। রয়টার্স, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-শাসন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ