Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অ্যানুয়াল ওয়ার্ল্ড ওপেন দাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ৮:১৮ পিএম

কন্টিনেন্টাল চেস অ্যাসোসিয়েশনের আয়োজনে চলমান ৪৮তম অ্যানুয়াল ওয়ার্ল্ড ওপেন দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব তিন খেলায় ২ পয়েন্ট অর্জন করেছেন। শুক্রবার রাতে অনলাইন দাবা প্লাটফর্ম ইন্টারনেট চেস ক্লাবে (আইসিসি) এ ইভেন্টের খেলা শুরু হয়। এর আগে ওয়ার্ল্ড ওপেনের ৪৭টি আসর ওভার দ্যা বোর্ডে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবার অনলাইনে খেলা হচ্ছে। খেলোয়াড়রা প্রতিটি খেলায় ১ ঘন্টা এবং প্রতি চালের সঙ্গে ১০ সেকেন্ড করে সময় পাচ্ছেন। স্ট্যান্ডার্ড দাবার নিয়মে চলা আসরটি ইউএস রেটিং দাবা প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের ২৫ জন গ্র্যান্ড মাস্টারসহ মোট ১২২ জন দাবাড়– অংশ নিচ্ছেন এ আসরে। শুক্রবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার রাজীব প্রথম রাউন্ডে ফিদে মাস্টার মার্ক জে লনোফকে ও তৃতীয় রাউন্ডে মাইলস আরদামানকে হারালেও দ্বিতীয় রাউন্ডে গ্যান্ড মাস্টার আন্দ্রে সুমিটসের বিপক্ষে হেরে যান। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। শনিবার বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে চতুর্থ রাউন্ডের খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ