মাদক নির্মূলে কোন ছাড় নেই- পুলিশ সুপার মাগুরা

মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কোন ছাড় নেই। মাগুরা জেলা পুলিশ কাজ করে চলেছে। সরকারের এই পরিকল্পনা
বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী এলাকা থেকে ৫১টি উন্নতমানের ভারতীয় মোবাইল সেটসহ মোহাম্মদ বাবু (২৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।
গত শুক্রবার রাতে সাদিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোলের বড় আঁচড়া গ্রামের নিলা মিয়ার ছেলে।
বিজিবি আইসিপি সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মোবাইল চোরাচালানি ভারত থেকে বিপুল পরিমান মোবাইল এনে সাদিপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে। এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫১ সেট ভারতীয় মোবাইলসহ তাকে আটক করে। গতকাল শনিবার সকালে তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।