Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুন ক্রিকেটার নাঈমের করুণ মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ৬:৩২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে রুহিতপুর এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় এমদাদ হোসেন নাঈম(২৬) নামে এক উদিয়মান তরুন ক্রিকেটারের করুন মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির ছাত্র সামসুল ইসলাম সনেট জানান, গত ২৬ জুলাই বিকেলে রোহিতপুর এলাকায় এমদাদ হোসেন নাঈমের মোটরসাইকেলের সাথে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়। তাকে দ্রুত ঢাকা লাইফ কেয়ার হাসতাপালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরে বাসায় নিয়ে আসা হয়।বাসায় কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৮ জুলাই শনিবার বিকেল ৫ টায় হঠাৎ অসুস্থ হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে পুরো পরিবারসহ ধর্মশুর এলাকায় নেমে আসে শোকের ছায়া। ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম ঢাকা ওয়ানডার্স ক্লাবে খেলতেন। তার পিতার নাম মোঃ আব্দুর রব মিয়া। বাড়ি কেরানীগঞ্জের উপজেলার রুহিতপুর ইউনিয়নের ধর্মশুর গ্রামে। শনিবার এশার নামাজের পরে তার জানাজা শেষে ধর্মশুর কেন্দ্রিয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিসিএম এর সাধারণ সম্পাদক আলী হোসেন এবং কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করছেন। নিহত এমদাদ হোসেন নাঈম কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির ছাত্র ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ