Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪শ’ তালেবান বন্দিমুক্তি অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

৪০০ তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে আফগান পার্লামেন্ট লয়া জিরগা। রবিবার এ অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ বছরের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার অংশ হিসেবে এ উদ্যোগ নিলো আফগান সরকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। আফগান পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় যে কোন বাধা অপসারণ, শান্তি প্রক্রিয়া শুরু এবং রক্তপাতের অবসান ঘটাতে লয়া জিরগা ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে। লয়া জিরগার এই অধিবেশনে সভাপতিত্ব করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এতে দেশটির বিভিন্ন স¤প্রদায়ের প্রায় তিন হাজার ২০০ নেতৃবৃন্দ ও রাজনীতিকরা উপস্থিত ছিলেন। এই বন্দিদের মুক্তি দেওয়া ঠিক হবে কিনা সেটি নিয়ে সেখানে আলোচনা হয়। তালেবানের পক্ষ থেকে শান্তি আলোচনার শর্ত হিসেবে তাদের বন্দিদের মুক্তির ওপর জোর দেওয়া হয়েছিল। রয়টার্স জানিয়েছে, এ ৪০০ জনের মুক্তির মধ্য দিয়ে তালেবানের দাবি অনুযায়ী তাদের পাঁচ হাজার বন্দির সবাইকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স।

 



 

Show all comments
  • md anwar ali ১২ আগস্ট, ২০২০, ৯:৪২ এএম says : 0
    হে আল্লাহ ! মুসলমানদের মাঝে শান্তি এবং সমযোতা ফিরিয়ে দাও ৈএবং ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ