Inqilab Logo

ঢাকা, শনিবার ২০ জুলাই ২০১৯, ০৫ শ্রাবণ ১৪২৬, ১৬ যিলক্বদ ১৪৪০ হিজরী।

যুক্তরাষ্ট্রে সামরিক মহড়ায় ইসরাইলের সঙ্গে অংশ নিচ্ছে পাকিস্তান-আমিরাত

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আমেরিকার নেভাদা নেলিস বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হবে রেড ফ্ল্যাগ নামের এ মহড়া। গত বুধবার ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শেষদিকে এই মহড়ায় অংশ নেবে এসব দেশ। ইসরাইলের পক্ষ থেকে এফ-১৬ জঙ্গি বিমান অংশ নেবে। পত্রিকাটি বলেছে, ইসরাইলি সামরিক বাহিনীর কাছে তারা জানতে চেয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকার পরও কেন তাদের সঙ্গে মহড়ায় অংশ নেয়া হবে।
তবে এ বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি। গত বছর এই মহড়ায় যুক্তরাষ্ট্র সঙ্গে ইসরাইল, জর্দান ও সিঙ্গাপুর অংশ নিয়েছিল। ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক নেই। এপি। 

Show all comments
  • Asma ৫ আগস্ট, ২০১৬, ১২:১১ পিএম says : 0
    very good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন