Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ৪:১২ পিএম

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কে আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগ। আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু ও নলছিটি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিল্পব। অনুষ্ঠানে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়েছিল। সংবিধানের চার নীতি ছুড়ে ফেলে সাম্প্রদায়িক রাজনীতি চালু করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করা হয়। তাদের বিভিন্ন দুতাবাসে চাকরি দিয়ে জাতিকে লজ্জিত করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোয়া মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ