Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ০৫ মাঘ ১৪২৭, ০৫ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

রূপালী ব্যাংকের মাসব্যাপী ভার্চুয়াল ব্যবসায়িক সম্মেলন শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ৬:৪৩ পিএম

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের মাসব্যাপী ব্যবসায়িক সম্মেলন ভার্চুয়াল কার্যক্রমের মাধ্যমে শুরু হয়েছে। রোববার (০৯ আগস্ট) শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম পর্যায়ে কর্পোরেট শাখাসমূহ ব্যবসায়িক সম্মেলনে অংশ নেয়। প্রথমদিনে রূপালী সদন কর্পোরেট ও মতিঝিল কর্পোরেট শাখা এতে অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ফরেন রেমিট্যান্স বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আমানত বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল ও জিএম মো. শফিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল জিএম, সিএফও শওকত জাহান খাঁন এফসিএমএ, ঢাকা দক্ষিণের জিএম মোহাম্মদ জাহাঙ্গীর, রূপালী সদন কর্পোরেট শাখার ডিজিএম সাখাওয়াত হোসেন, মতিঝিল কর্পোরেট শাখার ডিজিএম সরোয়ার হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এতে অংশ নেন ।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপালী ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ