Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাকি আখন্দের সাহায্যার্থে শিল্পীদের লাইভ শো

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : লাকি আখন্দের চিকিৎসার অর্থ জোগান দিতে শিল্পীরা উদ্যোগ নিচ্ছেন। টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভ শোর মাধ্যমে অর্জিত অর্থ প্রদান করা হবে তার চিকিৎসায়। এ আয়োজনে প্রাথমিকভাবে অংশ নিতে দেশের ১৬টি ব্যান্ডদল সম্মত হয়েছে বলে জানিয়েছেন আয়োজনের অন্যতম উদ্যোক্তা এরশাদুল হক টিংকু। তিনি জানান, দেশের সব শিল্পী ও ব্যান্ডদলগুলোর জন্য এটি একটি উন্মুক্ত উদ্যোগ। আমরা চেষ্টা করছি সবার সঙ্গে যোগাযোগ করে সম্মিলিতভাবে কাজটি করার। আগামী সপ্তাহ থেকেই টেলিভিশনে লাইভ অনুষ্ঠানগুলো শুরু হবে। এরমধ্যে দুটি চ্যানেল কনফার্ম হয়েছে। বাকিগুলোর সঙ্গেও আলাপ চলছে। বামবাকে সঙ্গে নিয়ে শিল্পীদের সমন্বয়ের এ দায়িত্বে আছেন ফুয়াদ নাসের বাবু, ওয়ারফেজের টিপু, পেন্টাগনের সুমন, আর্কের মোরশেদসহ আরও অনেকেই। তারা জানান, জনপ্রিয় এ শিল্পীর পাশে দাঁড়াতে সবার সাড়াও পাওয়া যাচ্ছে। শিল্পীদের সম্মানী ছাড়াও চ্যানেল কর্তৃপক্ষও যেন তাদের আয় থেকে লাকি আখন্দের চিকিৎসায় অর্থ যোগ করেন সে চেষ্টাও চলছে বলে জানিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাকি আখন্দের সাহায্যার্থে শিল্পীদের লাইভ শো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ