Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র উদ্যোগে এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে ১৭ সপ্তাহের ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ আয়োজন করা হয়েছে। আজ প্রদর্শিত হবে ইন্দোনেশিয়ান নির্মাতা কামিলা আনডিসি নির্মিত চলচ্চিত্র ‘মিরর নেভার লাইস’ এবং তাইওয়ানের চলচ্চিত্রকার হো সিয়াও সিয়েন নির্মিত চলচ্চিত্র ‘সিটি অব স্যাডনেস’। ৬ আগস্ট প্রদর্শিত হবে আফগানিস্তানের চলচ্চিত্রকার সিদ্দিক বারমাক নির্মিত চলচ্চিত্র ‘ওসামা’। বাংলাদেশের চলচ্চিত্রকার তারেক মাসুদের ৫ম মৃত্যুবার্ষিকী ১৩ আগস্ট। তারেক মাসুদকে স্মরণ করে ১২ আগস্ট ও ১৩ আগস্ট তারেব মাসুদ নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী হবে। ১২ আগস্ট প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’, ‘মুক্তির গান’ এবং ‘মাটির ময়না’। ১৩ আগস্ট প্রদর্শিত প্রদর্শিত হবে ‘রানওয়ে’। প্রতিদিন প্রদর্শনী শুরু হবে বিকাল ৩টায়। প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে। প্রতিটি প্রদর্শনীর আগে এবং পরে প্রদর্শিত চলচ্চিত্র বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। নিবন্ধন করে যে কেউ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ