Inqilab Logo

ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭, ০৯ সফর ১৪৪২ হিজরী

জন্মাষ্টমি ও ভারতীয় ব্যবসায়ির মৃত্যুতে হিলি স্থলবন্দরের আমদানী-রপ্তানী বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১১:৫৩ এএম

হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমি ও ভারতীয় ব্যবসায়ির আকস্মিক মৃত্যুতে আজ মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে ।

বাংলাদেশের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, হিন্দু সম্প্রদায়ের জন্ম অষ্টমি ও ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক আগরওয়াল মৃত্যুতে তার স্মরণে ভারতীয় ব্যবসায়িরা আজ মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। বিষয়টি এক পত্রের মাধ্যমে আমাদের সংগঠনকে জানানো হয়। ফলে আজ সকাল থেকে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী কাল বুধবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের সকল কার্যক্রম। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন