Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেলারুশের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বিজয়ী বলে ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১:০৫ পিএম

সহিংস বিক্ষোভের পরও ঠেকানোর গেলো না ক্ষমতাসীনদের বিজয়। অবশেবে বেলারুশের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বিজয়ী বলে ঘোষণা সে দেশের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট, আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বিজয়ী ঘোষণা দেবার পর, সোমবার, দ্বিতীয় রাতের মতো সমগ্র দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।

পূর্ব ইউরোপের সর্বশেষ স্বৈরাচার বলে খ্যাত, লুকাশেঙ্কো, ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। তিনি বলেন, প্রতিবাদকারীরা ব্যাপক দমনের শিকার হবেI পুলিশ জানায়, একজন প্রতিবাদকারী হাত বোমা ছোড়ার সময়ে, বোমাটি তার গায়ে ফাটলে, তার মৃত্যু হয়।
বিস্ময় সৃষ্টিকারী, বিরোধী প্রার্থী, সিভেৎলানা বলেন, এই জয় আমাদের, কারণ আমরা ভেদাভেদ,ভীতি আর ঔদাসীন্যকে জয় করে একত্রিত হয়েছি। সিভেৎলানা বলেন, নির্বাচনের এই রায়কে আমি মানি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলারুশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ