Inqilab Logo

ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২০, ০৫ আশ্বিন ১৪২৭, ০২ সফর ১৪৪২ হিজরী

নব্য জেএমবির ৫ সদস্য আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৩:৪৮ পিএম

রাজধানীর পল্টনে ‘বোমা’ বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ।

মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট থেকে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. ওয়ালিদ হোসেন জানান, আটক পাঁচজনকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে পল্টনে হঠাৎ ‘বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ