Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

১৪ বছর পর ফেরত!

গালফ নিউজ | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

১৪ বছর আগে ট্রেন থেকে চুরি হওয়া মানিব্যাগ অবশেষে ফেরত পেয়েছেন ভারতীয় এক নাগরিক। ২০০৬ সালে ট্রেনে ভ্রমণের সময় ভারতের ব্যস্ত নগরী মুম্বাই শহর থেকে হেমন্ত পাডালকার নামের এক ব্যক্তির মানিব্যাগ চুরি হয়ে যায়।

সম্প্রতি পুলিশ ওই ব্যক্তিকে জানায়, তার মানিব্যাগটি খুঁজে পাওয়া গেছে। পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২০০৬ সালে লোকাল ট্রেনে ভ্রমণের সময় মানিব্যাগ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। পরে মানিব্যাগটি খুঁজে পাওয়া যায়। কিন্তু অভিযোগকারীর সন্ধান না পাওয়ায় তাকে সেটা দেয়া সম্ভব হয়নি। এখন তার অবস্থান জানতে পেরে মানিব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাসি রেলওয়ে পুলিশ স্টেশন কর্মকর্তা বিষ্ণু বলেন, মানিব্যাগ হারানোর পর হেমন্ত পাডালকার থানায় অভিযোগ করেছিলেন। ওই সময়ই মানিব্যাগসহ অভিযুক্তকে আটক করা হয়। কিন্তু অভিযোগকারী ব্যক্তিকে তার ঠিকানায় খুঁজে না পাওয়ায় মানিব্যাগটি দেয়া সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি তাকে খুঁজে পাওয়ায় সেটি ফেরত দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ