Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৬ আশ্বিন ১৪২৭, ১৩ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

সখিপুরে জমিজমা সম্পর্কিত মামলায় বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে

থানায় মামলা, কোন আসামী গ্রেফতার হয়নি

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ২:২৯ পিএম

টাঙ্গাইলের সখিপুর বহুরিয়া ইউনিয়নের কালমেঘা রাঙ্গামাটিয়া এলাকায় ১৭একর ৭১শতাংশ জমিজমা নিয়ে বিরোধে বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(০৭আগষ্ট) দিবাগত গভীর রাতে। এ বিষয়ে জামার হোসেন বাদী হয়ে বহর আলীর ছেলে আল মামুন(৪৫)কে এক নম্বর আসামী করে নয়জনের নাম উল্লেখ করে ৪/৫জনের নাম অজ্ঞাত রেখে ৬লাখ ৮৬হাজার৫শত টাকা ক্ষয়ক্ষতির দাবীতে সখিপুর থানায় একটি মামলা(নং ০৩ তারিখ ০৮/০৮/২০২০ইং ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৪৩৬/৪২৭ পেনাল কোড ১৮৬০) দায়ের করেছে। বাদী জামাল হোসেন বলেন,বিবাদী পক্ষ জমিজমা সম্পর্কিত বিষয়ে একেক সময় একেক মিথ্যা মামলা দিয়ে আমাকে হাজতে পাঠিয়েছে। মামলার কারনে পুলিশি ভয়ে বাড়িতে থাকি না। এ সুযোগে আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে এবং প্রায় ৩শত সশস্ত্র সন্ত্রাসী ভাড়া করে আমার রোপন করা কলা বাগান বিনষ্ট করেছে এবং রোপনকৃত ধানক্ষেত বিনষ্ট করে তড়িঘড়ি করে পূনরায় ক্ষেতে ধানের চারা রোপন করেছে। মামলার আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ অজ্ঞাত কারনে ধরছে না। মামলার প্রধান আসামী আল মামুন মুঠোফোনে বলেন,জামাল গং রা আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে রেখেছে,জবরদখলকৃত জমিতে দিনমজুর দিয়ে ধানের চারা রোপন করেছি। জামালের বসতবাড়িতে কে বা কারা আগুন দিয়েছে তা আমার জানা নেই। বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, জমিজমা নিয়ে বিরোধের কারনে মিমাংসার লক্ষ্যে সখিপুর উপজেলা আ.লীগ সভাপতি কুতুব উদ্দিন,দুলাল হোসেন,উকিলসহ অনেক লোকজন নিয়ে বসা হয়েছিল,আমার পলিষদে মাছ চুরির একটি অভিযোগও করেছিল আল মামুন। জামালের ঘর পুড়ছে সত্য,তবে কে পুড়িয়েছে তা জানা যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এসআই মো.জাহেদুল ইসলাম বলেন,বাড়ি পুড়ার বিষয়ে থানায় মামলা হয়েছে,আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা অব্যাহত আছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন

২২ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ