টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ দুদকের মামলায় কারাগারে

দুদকের মামলায় কারাগারে গেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ। অবৈধ সম্পদ
মাগুরায় মহম্মদপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মোঃ আবুল বাশার নামে এক গাঁজাচাষীকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।আবুল বাশার একই উপজেলার মন্ডলগাতী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলার মন্ডলগাতী গ্রামে তার নিজ বাড়ি থেকে আবুল বাশারকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাড়ির পিছন থেকে বিশাল একটি গাঁজার গাছসহ বাশারকে আটক করে পুলিশ।
আবুল বাশারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।