বোয়ালমারী পৌর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী লিপন বিজয়ী

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা
চট্টগ্রামে আরো ৬৬ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছেন আরো একজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭১ জন। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
গত চব্বিশ ঘণ্টায় চারটি ল্যাবে মোট ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬ জনের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ জনের। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২০ জনের নমুনায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা
পজেটিভ পাওয়া গেছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের সংক্রমণ পাওয়া গেছে। শেভরন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কারো নমুনা পরীক্ষা হয়নি।
নতুন করে আক্রান্ত ৬৬ জনসহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৫ হাজার ৫৫৭। এ পর্যন্ত মারা গেছেন ২৪৭ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ ৩৩৮১ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ আরো প্রায় আট হাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।