Inqilab Logo

ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭, ১০ সফর ১৪৪২ হিজরী

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২৭৬, মৃত্যু, ২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ১:৫৩ পিএম

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২৭৬ জন। বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৯৯৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৫১৫ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩ হাজার ৮২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬৮, নওগাঁয় এক হাজার ২৬ জন, নাটোরে ৬৬৭, জয়পুরহাটে ৮৩০, সিরাজগঞ্জে ১ হাজার ৬৭৩ জন এবং পাবনায় ৮৯৬ জন শনাক্ত হয়েছেন।
রাজশাহী ও নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার তারা মারা যান। এ নিয়ে রাজশাহী বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ২০৪ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহী জেলায় ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
বুধবার বিভাগে নতুন ২৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নওগাঁর ২৪ জন, নাটোরে ৩৮ জন, জয়পুরহাটের ১০ জন, সিরাজগঞ্জের ২৫ জন এবং পাবনার ১৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এদিকে বুধবার বিভাগের ২১০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৩১ জনেরই বাড়ি বগুড়ায়। এর বাইরে রাজশাহীর ৩১ জন, নওগাঁর ১৮ জন, নাটোরের পাঁচজন, জয়পুরহাটের তিনজন, সিরাজগঞ্জের পাঁচজন ও পাবনার ১৭ জন করে ব্যক্তি করোনামুক্ত হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৯ হাজার ৬১৬ জন। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩০২ জন, নওগাঁর ৮৯৬ জন, নাটোরের ২৮১ জন, জয়পুরহাটের ২১৪ জন, বগুড়ার ৪ হাজার ৩৮৭ জন, সিরাজগঞ্জের ৮০৪ জন এবং পাবনার ৬৯১ জন করোনামুক্ত হয়েছেন। #

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

২৮ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন