সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবীশ আইনজীবীসহ ৬ জন আহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি জবর-দখল করার সময় বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় শিক্ষানবীশ আইনজীবী স্ত্রী- মা ভাই
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাষ্ট ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নিযুক্ত হয়েছে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি অ্যাড. নূরুল হক এবং সহ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড.আব্দুর রহমান আল হুসাইন তাজ।
বৃহস্পতিবার বিকেলে খবরের সত্যতা নিশ্চিত করেছেন ব্লাষ্টের নবনিযুক্ত সভাপতি অ্যাড. নূরুল হক। তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন। একই সাথে ব্লাষ্ট সংশ্লিষ্ট আরো ৪টি উপ-কমিটি গঠিত হয়েছে।
একাধিক আইনজীবী নেতা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাষ্টের কার্যক্রম আরো গতিশীল হবে। সেই সাথে প্রতিষ্ঠানটির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে ময়মনসিংহ ব্লাষ্ট অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি সক্রিয় থাকবে বলে আশা করছি।
এদিকে ব্লাষ্টের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি অ্যাড. নূরুল হক এবং আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড.আব্দুর রহমান আল হুসাইন তাজকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।