Inqilab Logo

ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ০৪ মাঘ ১৪২৭, ০৪ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

শুটিংয়ে ফিরলেন সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ৯:৫৪ এএম

পানভেলের ফার্মহাউসে লকডাউন পর্ব কাটিয়ে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরেছেন বলিউড সুলতান সালমান খান। আর মুম্বাইয়ে ফিরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন ভাইজান। তবে কোনো সিনেমার শুটিং নয়, টিভি রিয়্যালিটি শো বিগ বসের সেটে ফিরেছেন এই সুপারস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বিগ বস ১৪'র শুটিং সেট থেকে সালমানের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে রিয়্যালিটি শোয়ের প্রোমো শুটের জন্য মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে দেখা গিয়েছে অভিনেতাকে। এদিন নিজের সাদা রেঞ্জ রোভার নিয়ে শুটিং সেটে গিয়েছিলেন তিনি।

এদিকে সালমানের পেছনে থেকে বসে থাকার একটি ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ডিজাইনার অ্যাশলে রেবেলো। তিনি আবার ভাইজান ভক্তদের মাঝে উৎসাহ বাড়াতে প্রশ্ন করে লিখেছেন, 'আপনারা কি বুঝতে পারছেন কি আসছে? হয়তো এটাই বিগ বস ১৪ অফিসিয়াল।'

জানা গিয়েছে, শনিবার (১৫ আগস্ট) 'বিগ বস ১৪'র অফিসিয়াল প্রোমো অনলাইনে প্রকাশ পাবে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আসরের মূল পর্বের শুটিং। যদিও এবার সালমান অন্য একটি শুটিং টিম নিয়ে পানভেলের ফার্মহাউসেই কাজ করবেন। সেখানেই হবে তার শুটিং।

স্বভাবতই বর্তমান সঙ্কটের কথা বিবেচনায় 'বিগ বস ১৪'র শুটিং হাউসে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে শুটিং। কেননা স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করে তবেই কাজ করতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, সামাজিক দূরত্বই হবে এবারের আসরের থিম। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৪ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ