বিশ্বনাথে মোবাইল কোর্টের জরিমানা আদায়

সিলেটের বিশ্বনাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কিংবা সহকারী পরিচালকের এ কোন দায়িত্বশীলতা?-প্রশ্নটি সঙ্গত কারণেই উঠেছে। কেন্দ্রের অভ্যন্তরে বন্দি কিশোরদের রুম থেকে বের করে বেধড়ক পিটিয়ে হতাহত করার ঘটনা কিংবা কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষ- যেটিই হোক না কেন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যাবে না-এটি কী কোন কথা?
কর্তৃপক্ষের মোবাইল ফোন কোন কারণে বন্ধ থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো এতোবড় ঘটনার পর দীর্ঘসময় ধরে মোবাইল বন্ধ রাখা কী শোভন। ঘটনা বৃহস্পতিবার দুপুর ২টায়। শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।