কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবার রহমান

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে বিএনপির একক
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞাপ্তিতে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগস্ট মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ এবং বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন। আগামী ১৫ আগস্ট সকাল ৮টা থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালী, সাড়ে ৯টায় ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ডিজিটাল সাইনবোর্ড স্থাপন, এতিম খানায় খাবার বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ এবং বৃক্ষরোপণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।