খুবি হলের পাশে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে নয়ন(২৩) নামক এক যুবক কে ধারালো
খুলনার তেরখাদায় জনি মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
আজ শুক্রবার সকালে উপজেলার পুরাতন জয়সেনা (খালপড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি মোল্লা ওই গ্রামের মো. লুৎফর রহমান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বশার বিশ্বাস গংদের সাথে নিহত জনি মোল্লাদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধের জের ধরে আজ সকালের দিকে দুই পক্ষের মাধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে জনি মোল্লাকে কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।