Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

গণপরিবহনের অতিরিক্ত ভাড়া প্রত্যাহার হোক

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহনগুলোতে নিয়ম করে দেওয়া হয়েছিল, দুইজনের সিটে একজন করে বসবে, গাড়িতে যাত্রী উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করবে এবং স্ট্যান্ডগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা রাখবে। বিনিময়ে যাত্রীরা পূর্বনির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়া পরিশোধ করবে। শুরুর দিকে গণপরিবহনগুলো এসব নিয়ম মেনে চলাচল করলেও এখন আর কোনো নিয়মেরই তোয়াক্কা করছে না, মানছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আগের মতোই গাড়িতে দুই সিটে একজনের পরিবর্তে দুই জন বসাচ্ছে, পাশাপাশি অতিরিক্ত ভাড়াও আদায় করছে। এমনকি সিটের অতিরিক্ত যাত্রী দাঁড় করিয়েও নিতে দেখা যাচ্ছে কোনো কোনো বাসে। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়েও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এর ফলে গণপরিবহনগুলো এখন করোনা ছড়ানোর কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। পরিস্থিতি বিবেচনায় নিতে গণপরিবহনের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি শীঘ্রই বিষয়টিতে হস্তক্ষেপ করুন, গণপরিবহনগুলো যাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চালানো হয় সেটা নিশ্চিত করুন। অন্যথায়, বাড়তি ভাড়া থেকে যাত্রীদের মুক্তি দিন। 

ইমরান ইমন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন