বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপনের বাড়িতে সন্ত্রাসীদের হামলা ভাংচুর

বরিশালে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের বাসায় দলীয় সভা চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীরা
বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মোল্লা (৯) ও মোস্তাকিম (৫) নামক দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভাট্টা ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আব্দুল মোল্লা ও তারই প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে মোস্তাকিম (৫) শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বিষয়টি দেখে অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর তাদের উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ জাবেদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।