Inqilab Logo

ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২০, ০৫ আশ্বিন ১৪২৭, ০২ সফর ১৪৪২ হিজরী

সখিপুরে চিকিৎসকসহ দুইজন করোনা পজিটিভ, মোট ১০৪

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ৮:৩০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে শুক্রবার(১৪আগষ্ট) সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,সখিপুর আল ইহসান হাসপাতালের চিকিৎসক সুজন সিকদার(২৮) ও উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি বয় শাহজালাল মিয়া(২৭)দুইজন করোনা পজিটিভ। এ নিয়ে সখিপুরে ১০৪জন করোনা শনাক্ত হয়েছে। সুজন সিকদার পৌর তিন ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র বিল্লাল সিকদার এর ছেলে। সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, এ পর্যন্ত ৮৫২জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে,এর মধ্যে ১০৪জন করোনা পজিটিভ। ৫৫জন বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। বাকীরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনায় কেউ মারা যায়নি,তবে মারা যাওয়ার পর দুইজনের করোনা পজিটিভ হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ১৯জনের নমুনা ঢাকায় পাঠানো হয়, শুক্রবার দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস


আরও
আরও পড়ুন