Inqilab Logo

ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭, ০৯ সফর ১৪৪২ হিজরী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ৪:০৭ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে শনিবার ( ১৫ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে তিনি পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলে অংশ নেন। এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে সবাইকে কাজ করার আহবান জানান। এ সময় ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুন কান্তি পাল, মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, অশোক কুমার সিংহ রায়, খাঁন ইকবাল হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা। রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপালী ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ