Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোদি-অলি ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ৮:৩২ পিএম

৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সেদেশের সরকার ও জনগণকে কাঠমন্ডু সরকার ও জনগণের পক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। একই সঙ্গে ভারতের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা প্রকাশ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী অলি ২০২০ সালের ১০ এপ্রিল প্রধানমন্ত্রী মোদির সাথে তার আগের কথোপকথনের কথাও স্মরণ করেন। দীর্ঘ দিন ধরে ভারতের ব্যবহৃত ৩টি এলাকাকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্তি এবং তা নিয়ে দেশ দুটির মধ্যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ফোনালাপ অনুষ্ঠিত হল।

প্রধানমন্ত্রী অলি এদিনের স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিবেশীর প্রতি প্রধানমন্ত্রী মোদির অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার প্রশংসা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রধানমন্ত্রী অলি অর্থবহ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রত্যাশায় রয়েছেন।

দুই প্রধানমন্ত্রী কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের সর্বশেষ প্রচেষ্টা সম্পর্কে মতবিনিময় করেন এবং এক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হন। প্রধানমন্ত্রী অলি মহামারি মোকাবিলা এবং মানুষের জীবন রক্ষায় নেপাল সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

অ্যান্টি-কোভিড ভ্যাকসিনের প্রাথমিক বিকাশের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করার সময়, প্রধানমন্ত্রী অলি আশা প্রকাশ করেন যে, ভারতসহ সারা বিশ্বে বিজ্ঞানীরা এটির বিকাশ করতে সক্ষম হবেন যা এ রোগকে নিয়ন্ত্রণে রাখতে এবং এ রোগ সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী অলি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে ভারত নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানান এবং এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভেচ্ছা জানান। দুই প্রধানমন্ত্রী ভবিষ্যতে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হন। সূত্র : দ্য হিমালয়ান টাইমস।

 

†gvw`-Awj †dvbvjvc

BbwKjve †W¯‹

74Zg ¯^vaxbZv w`em Dcj‡ÿ fvi‡Zi cÖavbgš¿x b‡i›`ª †gvw`‡K †dvb K‡i †m‡`‡ki miKvi I RbMY‡K KvVgÛz miKvi I RbM‡Yi c‡ÿ AvšÍwiK Awfb›`b Rvwb‡q‡Qb †bcv‡ji cÖavbgš¿x †Kwc kg©v Awj| GKB m‡½ fvi‡Zi RbM‡Yi Ae¨vnZ AMÖMwZ I mg„w×i Rb¨ ïfKvgbv cÖKvk K‡i‡Qb e‡j ciivóª gš¿Yvjq †_‡K Rvwi Kiv GK wee„wZ‡Z ejv n‡q‡Q| cÖavbgš¿x Awj 2020 mv‡ji 10 GwcÖj cÖavbgš¿x †gvw`i mv‡_ Zvi Av‡Mi K‡_vcK_‡bi K_vI ¯§iY K‡ib| `xN© w`b a‡i fvi‡Zi e¨eüZ 3wU GjvKv‡K †bcv‡ji gvbwP‡Î AšÍfz©w³ Ges Zv wb‡q †`k `ywUi g‡a¨ ؇›Øi cwi‡cÖwÿ‡Z GB †dvbvjvc AbywôZ nj|

cÖavbgš¿x Awj Gw`‡bi ¯^vaxbZv w`e‡mi fvl‡Y cÖwZ‡ekxi cÖwZ cÖavbgš¿x †gvw`i AMÖvwaKvi †`qvi cÖwZkÖæwZ cybe©¨³ Kivi cÖksmv K‡i‡Qb| ciivóª gš¿Yvj‡qi wee„wZ Abymv‡i cÖavbgš¿x Awj A_©en wØcvw¶K mn‡hvwMZvi cÖZ¨vkvq i‡q‡Qb|

`yB cÖavbgš¿x †KvwfW-19-Gi weiæ‡× jovB‡qi me©‡kl cÖ‡Póv m¤ú‡K© gZwewbgq K‡ib Ges G‡¶‡Î GKm‡½ KvR Ki‡Z m¤§Z nb| cÖavbgš¿x Awj gnvgvwi †gvKvwejv Ges gvby‡li Rxeb i¶vq †bcvj miKv‡ii cÖ‡Póvi K_v Zz‡j a‡ib|

A¨vw›U-‡KvwfW f¨vKwm‡bi cÖv_wgK weKv‡ki cÖ‡qvRbxqZvi Ici Av‡jvKcvZ Kivi mgq, cÖavbgš¿x Awj Avkv cÖKvk K‡ib †h, fviZmn mviv we‡k¦ weÁvbxiv GwUi weKvk Ki‡Z m¶g n‡eb hv G †ivM‡K wbqš¿‡Y ivL‡Z Ges G †ivM msµgY cÖwZ‡iv‡a f‚wgKv ivL‡e| cÖavbgš¿x Awj RvwZmsN wbivcËv cwil‡`i A¯’vqx m`m¨ wnmv‡e fviZ wbe©vwPZ nIqvq cÖavbgš¿x †gvw`‡K Awfb›`b Rvbvb Ges G ¸iæZ¡c~Y© `vwqZ¡ mdjfv‡e cvj‡bi Rb¨ ï‡f”Qv Rvbvb| `yB cÖavbgš¿x fwel¨‡Z wØc¶xq wel‡q Av‡jvPbv Pvwj‡q †h‡Z m¤§Z nb| m~Î : `¨ wngvjqvb UvBgm|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-নেপাল

১৫ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ