কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবার রহমান

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে বিএনপির একক
তানোরে ডিভোর্স দেয়ায় গলাই দড়ি দিয়ে গৃহবধূ আত্মহত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতেই নিহতের মা সান্বয়রা বেগম বাদি হয়ে ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় নিহতের বাবার বাড়ি কামারগাঁয় দাফন করা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে।
ইল্লেখ্য, প্রবাসীর স্ত্রীর সাথে পরোকিয়া প্রেম করে বিয়ে করেন থানা মোড়ের শুভ স্টুডিও’র মালিক মোস্তাফিজুর রহমান। পরে তাকে ডিভোর্স দিলে গত শুক্রবার মহানগর ক্লিনিকের ৩য় তলার ভাড়া করা বাসায় গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেন গৃহবধু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।