Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাবরেজিস্ট্রার না থাকায় দুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা

সিলেটের জেলা শহর থেকে প্রায় শত কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জ উপজেলায় দীর্ঘ এক বছর থেকে সাবরেজিস্ট্রার না থাকায় সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলাবাসীর জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জমির মালিকানা হস্তান্তরের রেজিস্ট্রেশন কার্যক্রম স্থবির হয়ে পড়ায় সরকারও লক্ষ-লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সার্বক্ষণিক যেখানে বিচারক রয়েছেন সেখানে প্রায় বছর দিন থেকে বিভিন্ন অজুহাতে সাবরেজিস্ট্রার পদটি অবিশ্বাস্যভাবে শূন্য রয়েছে। গত মাসে আইন মন্ত্রণালয়ের অধিনস্থ রেজিস্ট্রেশন পরিদপ্তর থেকে দেশের ৪৫টি উপজেলায় নতুন নিয়োগকৃত সাবরেজিস্ট্রার পোস্টিং দেয়া হলেও রহস্যজনক কারণে সাবেক মহকুমার দাবীতে জেলার দাবীদার জকিগঞ্জ উপজেলায় কোন সাবরেজিস্ট্রার নিয়োগ না দেয়ায় এলাকার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। সিলেট জেলার নতুন-নতুন কম গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে নতুন সাবরেজিস্ট্রার নিয়োগ করা হলেও জেলা শহর থেকে দেশের সবচেয়ে দূরবর্তী উপজেলা জকিগঞ্জে সাবরেজিস্ট্রারের পদটি এখনও শূন্য রয়েছে। এ নিয়ে এলাকায় বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিয়ানীবাজার উপজেলার সাবরেজিস্ট্রার লোকমান আহমদ সপ্তাহে দু’দিন জকিগঞ্জে এসে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করার কথা থাকলেও তিনি মাসে দুই-তিন দিন আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবরেজিস্ট্রার না থাকায় দুর্ভোগ চরমে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ