Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কানাডার নতুন হাইকমিশনার ডা. খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১১:৫৩ এএম

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কারী ডা. খলিলুর রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডা. খলিলুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের ১৯৮৫ ব্যাচের অন্তর্ভুক্ত। পেশাদার কূটনীতিক ক্যারিয়ারে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন সক্ষমতা দেখিয়েছেন। তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে (ডাব্লুএইচও) সিনিয়র পদেও দায়িত্ব পালন করেছেন।

ডা. খলিলুর রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকমিশনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ