Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যাংক অব ইংল্যান্ডের সর্বকালের নিমড়বতম সুদহার নির্ধারণ

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ৩২২ বছরের ইতিহাসে নিমড়বতম সুদহার নির্ধারণ করেছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। তবে এ ঘোষণার আগেই ব্রিটেনের ব্যবসায়ী নেতারা সরকারের কাছে আরো ‘বড় ধরনের’ আর্থিক প্রণোদনা চেয়েছেন। তাদের মতে, ব্যবসায়ীদের আস্থা ফেরাতে ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) পক্ষে বেশি কিছু করা সম্ভব নয়। ব্যবসায়ী নেতাদের সংগঠন ইনস্টিটিউট অব ডিরেক্টরস (আইওডি) ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের প্রতি বাম্পার আর্থিক প্রণোদনা দেয়ার আহ্বান জানিয়েছে। ইনস্টিটিউট অব ডিরেক্টরসের জরিপে দেখা গেছে, গত জুনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার সিদ্ধান্তের পর থেকে ব্যবসায়ীদের মধ্যে অর্থনীতি নিয়ে হতাশা বাড়ছে। আগের চেয়ে বেশি সংখ্যক ব্যবসায় প্রতিষ্ঠান এখন বিনিয়োগ বৃদ্ধির পরিবর্তে বিনিয়োগ হ্রাস করার কথা ভাবছে। বিওইর পক্ষ থেকে সুদহার হ্রাসের ঘোষণা আসবে— এ মর্মে জোর আশাবাদের মধ্যেই আইওডির জরিপের ফলাফল প্রকাশ হয়। বিওইর মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে সর্বকালের নিমড়বতম সুদহার প্রবর্তনের ঘোষণা আসে। সাত বছরে প্রথমবারের মতো বিওই সুদহার হ্রাসের এ ঘোষণা দিল। মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে বিওইর বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্তের পর বিনিময় হার নিচে নেমেছে। স্বল্প ও মধ্য মেয়াদে প্রবৃদ্ধির সম্ভাবনাও বেশ কমেছে। ২০০৯ সালের মার্চে বিওই সুদহার হ্রাসের সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছিল। তখন থেকে শূন্য দশমিক ৫ শতাংশ সুদহার বলবত্ ছিল। গতকালের বৈঠকে বিওইর নীতিনির্ধারকরা সুদহার কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার সর্বসম্মত সিদ্ধান্ত নেন। সুদহার হ্রাসের পাশাপাশি বিওইর বন্ড μয় কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুদ্রানীতি কমিটির বৈঠকের আগেই আইওডি বলেছে, তাদের ৬০ ভাগ সদস্য মনে করছে, সুদহার কমালেও অবস্থার তেমন হেরফের হবে না। আইওডি মহাপরিচালক সাইমন ওয়াকার বলেছেন, ‘অর্থনীতি নিয়ে জনমনে উদ্বেগের কারণে অনেকে নিয়োগ ও বিনিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন। এ প্রবণতা ঠেকাতে আস্থা সঞ্চারের উদ্যোগ অতি প্রয়োজন। ১৪-২৮ জুলাই পর্যন্ত পরিচালিত এ জরিপে আইওডির ১ হাজার ১০৬ জন সদস্য অংশ নেন। আইওডি মহাপরিচালক বলেন, ‘সরকারের (অর্থমন্ত্রীর) হেমন্তকালীন বক্তৃতায় বাম্পার প্রণোদনা দরকার। বিনিয়োগের জন্য কর অবকাশ বৃদ্ধি এবং করপোরেট কর হ্রাস এক্ষেত্রে ভালো সূচনা হতে পারে। অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড তার বর্ষশেষ বক্তৃতায় নতুন আর্থিক পরিকল্পনা উন্মোচন করবেন। এরই মধ্যে তিনি পূর্বসূরি জর্জ অসবর্নের গৃহীত কয়েকটি কৃচ্ছ পরিকল্পনা শিথিলের আভাস দিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী জর্জ অসবর্ন ২০২০ সাল নাগাদ বাজেট উদ্বৃত্তের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, প্রধানমন্ত্রী টেরিসা মে তা বর্জনের প্রতিশ্রæতি দিয়েছেন। ব্রিটেনের ব্যবসায়ীরাও প্রধানমন্ত্রীর সিুুুুুুুুুুুুুুুুুুুদ্ধান্তকে সমর্থন করছেন বলে আইওডির জরিপে দেখা গেছে। এদিকে টেরিসা মে ব্যবসায় আস্থা ফেরাতে সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন। ব্রিটেনের ৫৪ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার (এসএমই) প্রতি তিনি ব্রেক্সিট সিদ্ধান্তের ফলে সৃষ্ট সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক অব ইংল্যান্ডের সর্বকালের নিমড়বতম সুদহার নির্ধারণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ