Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ভারতের জম্মু ও কাশ্মীরে গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে বারামুল্লা জেলার ক্রেড়ির একটি চেকপোস্টে এ হামলা চালানো হয়। হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এএনআই। নিহতদের মধ্যে দুজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য, অন্যজন জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত ছিলেন। এনডিটিভি জানায়, সোমবার সকালে ক্রেড়ির একটি চেকপোস্টে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল টহল দিচ্ছিল। হঠাৎ করে কিছু ‘সন্ত্রাসী’ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, হামলায় ৩ নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এএনআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ