Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজ্ঞান প্রতিযোগিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ১৫ও ১৬ আগস্ট সারা দেশের ৮ হাজার শিক্ষার্থীকে নিয়ে অনলাইন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের মেধাকে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় কাজে লাগাতে হবে। বাংলাদেশ পরমাণু শক্তি অর্জনে বিশ^ আসরে স্থান পেয়েছে, যা গৌরবের বিষয়”। এ প্রতিযোগিতায় নটরডেম কলেজ ও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যথাক্রমে: অনিক সাহা এবং সামিউর রহমান প্রথম স্থান অধিকার করেন। বিজয়ীদের মধ্যে প্রাইজবন্ড, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ