Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাবুলে ক‚টনৈতিক এলাকা সংলগ্নে রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দেশটিতে অবস্থিত প্রধান ক‚টনৈতিক এলাকাসহ আরও কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর রয়টার্স। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, দু’টি যান থেকে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে ক‚টনৈতিক এলাকা কেঁপে উঠেছে। অপর এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়। এছাড়া বিভিন্ন দ‚তাবাসের কর্মীদের দ্রæত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিনই কয়েক দফা রকেট হামলা চালানো হলো। এদিকে, ১৯ বছরের যুদ্ধ-সংঘাতের অবসান ঘটাতে শান্তিচুক্তির অংশ হিসেবে সা¤প্রতিক সময়ে দেশটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, দুইটি গাড়ি থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। বিস্ফোরণে ক‚টনৈতিক পাড়া কেঁপে উঠে। দ্রæত নিরাপদ কক্ষে আশ্রয় নেওয়া দ‚তাবাসকর্মীরা। এ হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ