Inqilab Logo

ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ০৪ মাঘ ১৪২৭, ০৪ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিনজন প্রবাসী বাংলাদেশী নিহত, আহত দুই

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৬:৩৬ পিএম

অন্টারিও কাউন্টির নিউইয়র্ক স্টেট থ্রুওয়েতে ১৮ আগস্ট সকালে দু’চালকের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হক রাসেল ও তার বড় ভাই মারা গেছেন, আরো দুজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন । নিহত দুজনের গ্রামের বাড়ি ময়মনসিংহ । স্টেট পুলিশ ট্রুপার মার্ক ও’ডোনেল জানিয়েছেন, ৮১ বছর বয়সী ওহিও ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং থ্রুওয়ের পূর্ব দিকের গলিতে পশ্চিম দিকে গাড়ি চালাচ্ছিল । যখন সে পূর্বমুখী যানবাহনটির মুখোমুখি হল স্টেট পুলিশ ট্রুপার মার্ক ও’ডোনেল জানিয়েছেন। দুর্ঘটনাটি সকাল দেড়টার দিকে প্রায় ৪৪ (ক্যানানডাইগুয়া / ভিক্টর) এবং ৪৩ (ম্যানচেস্টার / পলমিরা) এর মধ্যে ঘটেছিল। ৮১ বছর বয়সী এই ব্যক্তি এবং অন্যান্য গাড়ির দু’জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পূর্ব দিকের যানবাহনের অপর দুই যাত্রী গুরুতর জখম হন এবং তাদেরকে চিকিত্সার জন্য রোচেস্টারের স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পূর্ব দিকের গাড়িতে থাকা এই চারজন ব্যক্তি কুইন্স থেকে এসে নিউইয়র্ক সিটিতে ফিরে যাচ্ছিলেন নায়াগ্রা জলপ্রপাতের সফর শেষে, ও’ডনেল জানিয়েছেন। ও’ডোনেল জানিয়েছেন, ৮১ বছর বয়সী এই ব্যক্তির আগে ওহিওতে একটি দুর্বল প্রাপ্ত বয়স্ক হিসাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। পুলিশ বিশ্বাস করে, ওই ব্যক্তিটি ক্লিফটান স্প্রিংস পরিষেবাটি ছেড়ে চলে গিয়েছিল এবং দুর্ঘটনার প্রায় আট মিনিটের আগে ভুল পথটি চালিয়েছিল। পুলিশ এই দুর্ঘটনায় জড়িতদের পরিচয় প্রকাশ করেনি। থ্রুওয়ে ৪৪ এবং ৪৫ এর প্রস্থানের মধ্যে পূর্ব দিকের সমস্ত ট্র্যাফিকের জন্য বন্ধ ছিল, তবে এটি আবার চালু হয়েছে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected] 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাস জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ