তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নামার সাথে ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলের জনজীবন সংকটে

তাপমাত্রার পাারদ নি¤œমুখি হবার মধ্যেই মৌসুমের সর্বাধীক ঘন কুয়াশায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক, নৌ
মাদারীপুরের পূর্ব গাছবাড়িয়া গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িসহ ৩টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা স্বর্নালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার পূর্ব গাছবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী বেলায়েত বেপারী. বিরাজ বেপারী ও হারেজ বেপারীর বাড়িতে একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে তিনটি বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামী মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়।
ডাকাতির কবলে পড়া বিরাজ বেপারী বলেন, তার ঘর থেকে তিন ভরি স্বর্ণ দুটি মোবাইল সেট ও নগদ টাকা ছাড়াও টিউবওয়েল কেটেও নিয়ে গেছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, পূর্ব গাছবাড়িয়ায় ডাকাতি হয়েছে কি না বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।