Inqilab Logo

ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭, ১৩ রবিউস সানি ১৪৪২ হিজরী

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১০:১০ এএম

বৈরি আবহাওয়ার কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

পুনরায় লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদুর ইসলাম।

তিনি বলেন, প্রবল বাতাস ও বৃষ্টির কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লঞ্চ চলাচল শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ