Inqilab Logo

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭, ০৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী
শিরোনাম

ভালুকায় মহাসড়কে প্রাইভেটকার ইউটার্ন নিতে গিয়ে নিহত ৬

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ১০:০১ এএম | আপডেট : ১১:৪০ এএম, ২২ আগস্ট, ২০২০

ময়মনসিংহের ভালুকা পৌরসদরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পৌরসদরের ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেট কার ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ঠেলে প্রায় ২০০ ফুট ছেচড়ে নিয়ে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন মহিলা এবং দুজন পুরুষ। এসময় আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় সনাক্তকরনের কাজ চলছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন