কমছে পানি স্পষ্ট হচ্ছে ক্ষত

স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের ১২ উপজেলায় বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে নানান
স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে : নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মোহাম্মদ মাকসুদ আহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত কনস্টেবলকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসাসেবা প্রদান করায় সে বর্তমানে শঙ্কামুক্ত। বিস্ফোরিত যন্ত্রটি টাইমবোমা না কি অন্য কিছু এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এদিকে স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা থেকেই বাজারের আজিজ মওলার কুলিং কর্ণারের দোকানে প্রচুর লোকসমাগম ছিল। রাত ৯টার দিকে হঠাৎ করে বিকট শব্দে যন্ত্রটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত যন্ত্রটি পলিথিন মোড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। যন্ত্রটির সঙ্গে কালুর দোকান পর্যন্ত ছোট একটি তারও সংযুক্ত রয়েছে। স্থানীয়দের ধারণা, এটা টাইমবোমা হতে পারে। রামুর গর্জনিয়ার বড়বিলের দুই শিশু সহোদর হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্শ্ববর্তী বাইশারী বাজারে বোমা বিস্ফোরণ হওয়ায় এলাকার লোকজন আতঙ্কে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।