ফতুল্লায় যুবককে কুপিয়ে জখম

ফতুল্লায় অর্থের লেনদেনকে কেন্দ্র করে রায়হান মল্লিক দিপু (২৬) নামক এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম
কিশোরগঞ্জের হোসেনপুরে ডাক্তার সেজে করোনার ভ্যাকসিন দেয়ার কথা বলে ফিল্মি কায়দায় চাচা ভাতিজি অপহরণের ১ দিন পর আন্তঃজেলা অপহরণ চক্রের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
গত শুক্রবার রাতে অপহৃতদের উদ্বার করার পর তাদের দেয়া তথ্য ও মোবাইল ট্রেকিং করে অপহরণকারীদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. বছির আহম্মেদ (৪৫), মো. সাহেদ ভূঁইয়া (৩৫), মো. রাজন মিয়া (৩৩), আরিফ মাহম্মদ (৩৭) কে আটক করা হয়। এ সময় তাদের সাথে অপহরণ কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, অ্যাম্বুল্যেন্স, মোটর সাইকেল, ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে হোসেনপুর পৌর সদরের নগর আড়াইবাড়িয়া গ্রামের বাসিন্দা মোছা. রিয়া আক্তার (১১) ও তার চাচা মো. মফিজ মিয়া (৪০) কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এই চক্রটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।