Inqilab Logo

ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ০১ কার্তিক ১৪২৬, ১৬ সফর ১৪৪১ হিজরী
শিরোনাম

জেএসসি পরীক্ষার জন্য পড়াশোনা

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : সাধারণ বিজ্ঞান

শিউলী হাসান
সহকারী শিক্ষক (সাধারণ বিজ্ঞান)
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমরা এখন নতুন বই পেয়েছ। প্রথম থেকেই ভাল করে পড়লে তোমরা সফল হবে। আজ আমি তোমাদের জন্য সাধারণ বিজ্ঞানের প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের নির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি পড়ে তোমরা উপকৃত হবে।
১। কে সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
ক) অ্যারিস্টটল খ) জন রে গ) থিওফ্রাস্টাস ঘ) ক্যারোলাস লিনিয়াস
২। ঐড়সড় ংধঢ়রবহং কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম?
ক) বানর খ) মানুষ গ) গরু ঘ) ঘোড়া
৩। প্রাণিজগতের শ্রেণিবিন্যাস এর ভিত্তি হলো-
র) প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য
রর) বিভিন্ন প্রাণীর পারস্পরিক সম্পর্ক
ররর) বিভিন্ন প্রাণীর মধ্যকার মিল-অমিল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৪। নিডারিয়া পর্বের প্রাণীদের সাগরের সৌন্দর্য বলা হয় কেন?
ক) এরা বিচিত্র বর্ণের হয় খ) এরা বিভিন্ন আকৃতির হয়
গ) এরা সবাই সামুদ্রিক ঘ) এরা বর্ণ পরিবর্তনে সক্ষম
৫। কোন পর্বের প্রাণীদের দেহ নলাকার ও খ-ায়িত?
ক) পরিফেরা খ) নিডারিয়া গ) অ্যানেলিডা ঘ) মলাস্কা
৬। কোন প্রাণীর মাথায় একজোড়া পুঞ্জাক্ষি থাকে?
ক) শামুক খ) ঝিনুক গ) কেঁচো ঘ) চিংড়ি
৭। অ্যানিমেলিয়া জগতকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
ক) ৫ খ) ৭ গ) ৯ ঘ) ১০
৮। কোন পর্বের প্রাণীর দেহ নরম ও শক্ত খোলস দ্বারা আবৃতি?
ক) নিডারিয়া খ) মলাস্কা গ) আর্থ্রোপোডা ঘ) অ্যানেলিডা
৯। রেচন অঙ্গ শিখাকোষ কোন প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য?
ক) যকৃত কৃমি খ) তারামাছ গ) ওবেলিয়া ঘ) জেলিফিস
১০। আধুনিক শ্রেণি বিন্যাসে
র) এককোষী প্রাণীরা আলাদা উপজগতের
রর) অন্যান্য প্রাণীরা অ্যানিম্যালিয়া জগতের
ররর) অ্যানিম্যালিয়া জগৎ নয়টি পর্বে বিভক্ত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
১১। নতুন প্রজাতির প্রাণী শনাক্ত করার জন্যে কোনটি অপরিহার্য?
ক) শ্রেণি বিন্যাস খ) প্রজনন পদ্ধতি গ) জীনগত বৈশিষ্ট্য ঘ) খাদ্যাভাস
১২। কোনটির দেহ সাইক্লোয়েড আঁইশ দ্বারা আবৃতি?
ক) ইলিশ খ) হাঙ্গর গ) করাত মাছ ঘ) কুনোব্যাঙ
১৩। অমেরুদ-ী প্রাণীদের বিশেষ একটি প্রাণীকে ‘হোয়াইট গোল্ড’ বলা হয়। এ গ্রুপের কিছু কিছু প্রাণী আমাদের ব্যাপক ক্ষতিও করে। উদ্দীপকের ক্ষতিকারক বিশেষ প্রাণীগুলো হলো-
র) মশা রর) চিংড়ি ররর) আরশোলা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তরমালা : ১. ঘ ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. গ. ৮ গ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন