Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর প্রদেশে সাংবাদিক হত্যা, পুলিশের বিরুদ্ধে আঙ্গুল তুললো পরিবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১০:০৫ পিএম

ভারতের উত্তর প্রদেশে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং এঘটনায় পুলিশের বিরুদ্ধে আঙ্গুল তুললো তার পরিবার। গত সোমবার রাত ৯টায় বালিয়া জেলায় নিজের গ্রামেই খুন হন ৪২ বছরের সাংবাদিক রতন সিং। পুলিশ জানায়, একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার হিসেবে কাজ করতেন রতন সিং। -টাইমস অব ইন্ডিয়া

পুলিশের দাবি, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই এই খুন। মৃতের পরিবার পুলিশের এই দাবি অস্বীকার করেছে। তাদের অভিযোগ, পুলিশ মিথ্যা ঘটনা সাজাচ্ছে।এ ঘটনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজমগঞ্জ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুভাষ দুবে বলেছেন, রতন সিং ও তার আত্মীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজায়গার দখল নিয়ে বিবাদ চলছিল। অভিযুক্তরা তার গ্রামের বাড়ির কাছে একটি প্রাচির তুললে রতন তা ভেঙে দেন। এ নিয়ে তার সঙ্গে বচসা হয় অভিযুক্তদের। হাতাহাতির পর্যায়ে গেলে রতন সেখান থেকে পালাতে চেষ্টা করেন। তার পিছু নেয় অভিযুক্তরা। পিছন থেকেই পর পর গুলি চালায় তারা। রক্তাক্ত লুটিয়ে পড়ের রতন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রতনের বাবার দাবি, পারিবারিক বিবাদ ছিল ঠিকই, তবে সেই বিবাদের কারণে রতনকে খুন করা হয়নি। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে। গোটা ঘটনাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। সাংবাদিক খুনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ