Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের পতাকাতলে শামিল হোন ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৪:৫৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষ অসহায়, অবহেলায়, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সমাজ ব্যবস্থায় চরম বৈষম্য বিরাজ করছে। একদিকে, মানুষ খেয়ে না খেয়ে, অর্ধাহারে দিনাতিপাত করছে। অপরদিকে দেশের সম্পদ লুটে বিদেশে পাচার করা হচ্ছে। এধরণের বৈষম্য দূর করতে হলে সমাজের সকলস্তরে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম ছাড়া জনতার ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানান। 

গত ৫ আগস্ট নেত্রকোনায় ট্রলার ডুবিতে শাহাদাতবরণকারী বাংলাদেশ মুজাহিদ কমিটি সিরতা ইউনিয়ন ছদর মাওলানা মাহফুজুর রহমান ও ইসলামী যুব আন্দোলন সিরতা ইউনিয়ন সভাপতি হাফেজ জহিরুল ইসলামসহ ১৮ জন শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বুধবার সকালে মোমেনশাহী সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়ননের কোনাপাড়া গ্রামে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কৃষি শ্রমবিষয়ক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী,স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা ছদর মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ আবু সাঈদ, ইসলামী আন্দোলন মোমেনশাহী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, মোমেনশাহী উত্তর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ ইয়াকুব, সদর উপজেলা সভাপতি অধ্যাপক ডা. নাছির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন মোমেনশাহী মহানগর সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, মোমেনশাহী জেলা উত্তর সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ । ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শায়খে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শহীদ আলেম পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন। সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবু সাঈদ শায়খে চরমোনাইর আগমনে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।



 

Show all comments
  • MD. WAHIDUL ISLAM ১১ অক্টোবর, ২০২০, ২:৪৪ পিএম says : 0
    ইনশাআল্লাহ,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ