Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৯:৩০ পিএম

মানিকগঞ্জ, রাজবাড়ি ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদনদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

এদিকে, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

দেশের ১০১ টি পয়েন্টের মধ্যে ২৪ টিতে পানি বৃদ্ধি পেয়েছে, ৭২ টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। ২ টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অপরিবর্তিত রয়েছে ৫ টি পয়েন্টে। সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ