Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরকারি চাল উদ্ধার

আটক ২

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার শহরের চাল বাজারে সরকারি ১১৭ বস্তা (সাড়ে তিন মেট্টিক টন) ভিজিডি’র চাল উদ্ধার এবং দুই ব্যবসায়িকে আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মাহবুবা হক এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গতকাল উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে তালিকাভূক্ত ও কার্ডধারী ৩১৫ সুবিধাভোগীর মাঝে চলতি আগস্ট মাসের ভিজিডি’র চাল বিতরণ করা হয়। কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে চাল ব্যবসায়িদের নিকট বিক্রি করে। এর মধ্যে কামাল হোসেন নামের এক ব্যবসায়ী ১১৭ বস্তা চাল কিনে তার গুদামে মজুদ করেন। খবর পেয়ে বিকেলে পুলিশের সহায়তায় তালা ভেঙে চাল জব্দ এবং গুদাম সিলগালা করে দেন। এর পর ঘটনাস্থল থেকে গুদাম মালিক কামাল হোসেনের ছেলে শিবলু হোসেন ও আকতার ফারুক নামের দুইজনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল-উদ্ধার

১৬ অক্টোবর, ২০২০
২৭ আগস্ট, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ