যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে পৌনে ২শ’ কোটি ডলারের
জ্বালানির মূল্য বাড়ায় রফতানিতে বড় ধরণের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। আর এ আশঙ্কার মধ্যেই সু-খবর দিল এ খাতের ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের
সম্মানিত হজ যাত্রীদের মাঝে মাসব্যাপী ফ্রি চিকিৎসা ও হজ সম্পর্কীয় তথ্যসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। গত ০৪ আগস্ট ২০১৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন হজ ক্যাম্পে হামদর্দ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে হামদর্দ ফ্রি চিকিৎসা ও হজ সম্পর্কীয় তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন ল²ীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য ও বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন-এর সভাপতি অধ্যাপক ডাঃ এ. কে আজাদ খান এবং পরিচালক হজ ড. আবু সালেহ মোস্তফা কামাল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), মোতাওয়াল্লী এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল ও সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হকসহ সম্মানিত হজ যাত্রীগণ। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।