Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এবার হাসপাতাল থেকে পালিয়েছে কয়েদি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১১:৫২ এএম

এবার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়েছেন এক কয়েদি। পলাতক ওই কয়েদির নাম মিন্টু মিয়া (২৮)। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ।

কারা সূত্র জানায়, পলাতক মিন্টু মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, তিনজন কারারক্ষী সঙ্গে থাকার পরও কয়েদি মিন্টু কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইতোমধ্যে পলাতক মিন্টুর বাড়িতে লোক পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা মিন্টুর বিরুদ্ধে মামলা করবেন। সেইসঙ্গে কারারক্ষীদের দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখবেন।

এর আগে গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়েছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিক (৩৪)। এখনো তার সন্ধান মেলেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়েদি

১৮ সেপ্টেম্বর, ২০২০
১৬ ফেব্রুয়ারি, ২০২০
১৬ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ