Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেসির দল পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৬:০৫ পিএম

বার্সেলোনার সঙ্গে জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির চুক্তি শেষ হওয়ার কথা ২০২১ সালে। ২০২০ সালের ১০ জুনের মধ্যে মেসি যদি ক্লাব ছাড়া কথা জানাতেন, তাহলে বার্সেলোনা তাঁকে বিনা মূল্যে ছেড়ে দিত। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওযায় মেসিকে নিয়ে যেতে আগ্রহী ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। বিনা ট্রান্সফার ফিতে লিওনেল মেসির দল ছাড়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বার্সেলোনা। এ নিয়েই আদালতে মুখোমুখি হতে পারে দুই পক্ষ।

তবে এখন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা সের’ ও ‘এল লারগুয়েরো’ জানিয়েছে, মেসির চুক্তিতে ৭০ কোটি রিলিজ ক্লজের ধারাটা আছে ঠিকই, কিন্তু সেটা চুক্তির শেষ বছরের জন্য প্রযোজ্য নয়। সেটার মেয়াদ ২০১৯-২০ মৌসুমের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছে।

মেসির এই দল পরিবর্তন নিয়ে ফুটবল অঙ্গনের চলছে না জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বইছে আলোচনার ঝড়।

সতিনাথ গাঙ্গুলি লিখেন, ‘বার্সেলোনা ক্লাব আর মেসির যোগ্য নয়। এই মরসুমে সবচেয়ে বাজে ডিফেন্স। না আছে ভালো ব্লকার, না আছে ট্যাকেল। সত্যি আমি চাই, মেসি পরের মরসুমে বার্সা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে খেলুক। কারণ মেসির এই মুখ দেখতে খুব কষ্ট হয়।’

এমডি রায়হান লিখেন, ‘লিওনেল মেসি হলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার মতো ফুটবলে এত এত অর্জন আর কোনো ফুটবলার আমাদের জীবদ্দশাতে অর্জন করতে পারবে বলে বিশ্বাস হয় না। তাই দল পরিবর্তনের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা তৈরি বা কোন ঝামেলা সৃষ্টি করার কোন মানে হয় না।’

মেসির দল পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিরোজ খান লিখেন, ‘মেসি এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যেটা তার আরও দুই মৌসুম আগে নেওয়া উচিত ছিল। আমি তাকে অভিনন্দন জানাই। নতুন চ্যালেঞ্জ এর জন্য।’

আলভী রাহমান লিখেন, ‘যারা বলতেসেন যে টাকার জন্য ক্লাব লিভ করেসে, তাদের বলি কাতালান ধনকুবেরা ব্লাঙ্ক চেক দিয়েও মেসি কে রাখতে পারসে না। মেসির এই ব্যাক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি। সে নিজেই জানে যেটা তার জন্য ভালো।’

মেসিকে জুভেন্টাসে স্বাগত জানিয়ে মারিয়া জাহান লিখেন, ‘লিওনেল মেসিকে বিখ্যাত ক্লাব জুভেন্টাসে স্বাগতম। আমরা চাই, মেসি জুভেন্টাসে আসুক।’

মোহাম্মদ শাহিদ লিখেন, ‘মেসি রোলান্দোর সাথে খেলতে পারলে ভালো হবে। জুভেন্টাস-এ দেখতে চাই মেসিকে রোলান্দোর সাথে।’

সুমন শাহা লিখেন, ‘মেসির পিএসজিতে যাওয়ার সম্ভাবনা বেশি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ